“মাদক ও মোবাইল গেমকে না বলি,খেলার মাঠে আসি” এই স্লোগানকে সামনে রেখে বাঁকড়া জে.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শেখ রাসেল স্মৃতি সংসদ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৬ , যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল ,ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা , উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ ,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার , উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মোর্তজা ইসলাম বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ,মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ,১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারিক , পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকন সহ ঝিকরগাছা উপজেলা আওয়ামী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। উক্ত খেলা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকড়া শেখ রাসেল ক্রিড়া চক্রের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ।
খেলায় ট্রাইবেকারে মাটশিয়া ফুটবল একাদশকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বেনাপোল আধিয়া স্পোর্টিং ফুটবল একাদশ। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।