যশোরের ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে ডিজিটাল সার্টিফিকেট দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এসব দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৬, যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দীন।
তিনি তার বক্তব্যে বলেন “যারা জীবনের বাজি রেখে যুদ্ধে গিয়েছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তারা দেশ ও জাতির গর্ব। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের সেবা করতে পেরে আনন্দিত”
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক।
তিনি জানান, ঝিকরগাছায় মোট ১৫৭ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট এসেছে। বৃহস্পতিবার ১৪৯ জনের মাঝে এসব উপকরণ দেয়া হয়। যেসব বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন তাদের স্মার্ট কার্ড দেয়া হয়েছে। আর যারা মারা গেছেন তাদেরকে পরিবারকে সার্টিফিকেট দেয়া হয়েছে।