বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮৬যশোর-২(চৌগাছাঝিকরগাছা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “যার যার সামর্থ্য অনুযায়ী অসহায়-দরিদ্র মানুষের পাশে দাড়াতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ভুমিকা অনস্বীকার্য। শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ প্রচার করতে হবে, শেখাতে হবে।”
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল,ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আজহার আলী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি সাহিদ হাসান শামীম। এছাড়া উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিকরগাছা উপজেলা শাখা সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ।
এছাড়া উক্ত অনুষ্ঠান শেষে ঝিকরগাছা উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঝিকরগাছা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিকী হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করায় তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও যোহর নামাজ শেষে জানাজা নামাজে অংশগ্রহণ করেন। এছাড়া এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত জানাজায় অংশগ্রহণ করেন।