যশোরের ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানদের গণসংবর্ধনার আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চে উপজেলা আওয়ামী লীগ নবনির্বাচিত ৮জন ইউপি চেয়ারম্যান ও সকল নির্বাচিত ইউপি সদস্যকে এই গণসংবর্ধনা দেয়।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সর্দার, ঝিকরগাছা ইউপি চেয়ারম্যান আমীর হোসেন, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, শংকরপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী। সংবর্ধনা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিকরগাছায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, মালেশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন সরদার প্রমুখ।