সকল অফিসার ও ফোর্সদের ঐকান্তিক প্রচেষ্টায় সেপ্টেম্বর-২০২১ মাসে ডিএমপি এর শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত হয়েছে পল্লবী থানা। পল্লবীতে মাদকের আতুরঘর মিল্লাত ক্যাম্প সহ অন্যান্য বিহারী ক্যাম্পে মাদক নিয়ন্ত্রণে অসামান্য অবদান রাখাসহ ১৫২জন মাদককারবারিকে আটক করা এবং ১০১টি মামলা রুজু করায় মিরপুর বিভাগে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে।
মাসিক পর্যালোচনার ভিত্তিতে ডিএমপি পুলিশ কমিশনার জনাব মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার) এর দেয়া পুরস্কার মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন পিপিএম পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম বার এর হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর বিভাগের এডিসি ও এসি সহ মিরপুর বিভাগের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গন।
উক্ত অনুষ্ঠানে পুরষ্কার গ্রহন করে পল্লবী থানার অফিসার ইনচার্জ বলেন’ আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি। এক্ষেত্রে আমার সকল অভিভাবকদের ধন্যবাদ জানাই। তাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনায় এমন সাফল্য সম্ভব হয়েছে । ডিএমপি কমিশনার স্যারের এই পুরস্কার আগামীতে আরও ভাল কাজ করার অনুপ্রেরণা জোগাবে।