শার্শা প্রতিনিধিঃ দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এখানে একটি ১০ শয্যা বিশিষ্ট হসপিটাল তৈরি হয়েও আজ অবধি চালু হয়নি। কোভিড-১৯ মহামারী সময় ভারত ফেরত বাংলাদেশের রোগীরা নিয়মিত আসা-যাওয়া করা সত্ত্বেও এই মহামারীর সময় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় থেকে covid-19 ভাইরাস এ সংক্রমিত হচ্ছে। এই হাসপাতালের নির্মান কাজ শেষ, চালু হয়নি। কিন্তু হসপিটালটি যদি চালু থাকত তবে এসমস্ত রোগীদের হসপিটালে রেখে সুচিকিৎসার দেওয়া সম্ভব হত। যার যার অবস্থানে পৌঁছাতে পারতো। যার পরিপ্রেক্ষিতে এ ভাইরাসের হার কমে আসত।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় অনেকদিন আগেই নির্মাণকাজ শেষ হলেও এখনো হাসপাতালটি চালু হয়নি। আরিফুল ইসলাম নামের একজন ব্যবসায়ী বলেন এই হাসপাতালকে ফেলে না রেখে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবেও ব্যবহার করা যেত কিন্তু সব কাজ শেষ হওয়ার পরও কেন যেন হাসপাতালটি চালু হয়নি বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা হাসপাতালটি দ্রুত চালুর দাবি জানাচ্ছি।