বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় মহিলাবিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ৭জন অসহায় এবং দুস্থ্য নারীকে সাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৬যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার প্রমূখ।