ঝিকরগাছা-বাকড়া সড়কের বল্লা গ্রামের মাঠ পাড়া নামক স্থানে মিনি পিকাপ ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে জোহর আলী নামক একজন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া ঘটনাস্থল থেকে গুরুতর আহত ছেলে আক্তার হোসেনকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উভয়ে ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। বাবা-ছেলে একসাথে মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পিকাপ এর ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়। পরে শিওরদাহ ফাড়ির পুলিশ এসে ঘটনাস্থল থেকে পিকাপ টি আটক করে। এছাড়া কাউকে আটক করা যায়নি।