স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২০২১ সালের মে-জুন মাসে করা একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে কোভিড-১৯ পূর্ণাঙ্গ টিকা গ্রহনকারীদের মাঝে টিকা গ্রহন না করা ব্যক্তিদের তুলনায় কোভিড-১৯ সংক্রমণের পর শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতা, হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুকি অনেক কম। সম্প্রতি এক গবেষণার দেখা গেছে বাংলাদেশের ৯৮% টিকা গ্রহনকারীদের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে। সুতরাং আপনার নিকটস্থ কেন্দ্র থেকে দ্রুততার সাথে কোভিড-১৯ টিকা গ্রহণ করুন এবং পাশাপাশি মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলুন।