ঝিকরগাছা উপজেলার উপর দিয়ে প্রভাবিত কপোতাক্ষ নদের উপর সম্প্রতি ব্রিজ নির্মাণ করা হচ্ছে জায়কার অর্থায়নে। অলরেডি একটি লেনের কাজ শেষ হয়েছে। অন্য লেনের কাজ চলছে। কিন্তু নকশায় সেতুর উচ্চতা কম হয়েছে। পানি এখনই ব্রিজের বর্ডার ছুইছুই। যার দরুন নৌ-যান পারাপারের কোন সুযোগ থাকছে না। এ বিষয়ে ঝিকরগাছাবাসী অনেকদিন থেকে ক্ষোভ প্রকাশ করে আসছেন। গুরুত্বপূর্ণ এই নদে এপার থেকে ওপারে নৌকা নিয়ে যাওয়ার সুযোগ থাকছে না বললেই চলে।
অনেকেই বলছেন যশোর-বেনাপোল মহাসড়কের উপর এই সেতু নির্মাণের মাধ্যমে কপোতাক্ষ নদকে গলাটিপে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে খুলনা বিভাগীয় প্রধান নৌ সংরক্ষণ ও পরিচালনা তত্বাবধায়ক আশরাফ হোসেন সরেজমিনে এসে গেজেট বহির্ভূতভাবে নকঁশা পরিবর্তনসহ ব্রিজ নিচু করে নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেন।
বিতর্ক উঠায় সেতুর উচ্চতা পরিমাপ করা হচ্ছে
উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু বলেন “বন্যা বা প্রবল বর্ষায় সেতুর নিচ দিয়ে কোন কিছু চলাচল করতে পারবে না। ব্রিজের গার্ডার এর উচ্চতা কম হওয়ার কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। নদ পুনঃখনন হলে হয়তো নিচ দিয়ে নৌ-যান চলাচল করতে পারবে।
উল্লেখ্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি টাকা। উক্ত ব্রিজটি নির্মাণ করছেন মনিকো এবং ডেনকো নামক ঠিকাদারি প্রতিষ্ঠান।