পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শুক্রবার রো রো ফেরি শাহ্ জালালের ধাক্কার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত টিম ঘটনাস্থল পরির্দশন করেছে। রবিবার সকালে রো রো ফেরি শাহ্ পরানে চড়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ওই নৌ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও বিআইডব্লিউটিসির পরিচালক (অর্থ) শাহীনুর রহমান ভূঁইয়া, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী, এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান ও পদ্মা সেতু বিভাগের সংশ্লিষ্টরা।
এদিকে, পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া ফেরির চালক আব্দুর রহমানকে আটকের একটি খবর ছড়িয়ে পড়ে। যদিও মাদারীপুরের শিবচর থানা পুলিশ তাকে আটকের খবর অস্বীকার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করেনি বা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে থানাতেও ডাকা হয়নি। বাংলাবাজার ঘাটেই ফেরিচালক আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।