গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। যা গতদিনের চেয়ে ২৯জন বেশি। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৬ জনের।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় মোট ২০ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৫ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। ওই সময় করোনা শনাক্ত হয়েছিল ৬ হাজার ৩৬৪ জনের। রোগী শনাক্তের হার ছিল ৩১ দশমিক ০৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন।