কোয়ারেনটাইনের বাধ্যবাধকতার কারণে এবার ভারতফেরত ৭১৯জনের ঈদুল আজহা কাটছে হোটেলে। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের দিন তাদের জন্য সেমাই, পোলাও ও মাংসসহ উন্নতমানের খাবার সরবরাহ করা হচ্ছে।
গত ঈদুল ফিতরে যশোরের হোটেলে ঈদ করেছিলেন ভারতফেরত ৬২২ বাংলাদেশি পাসপোর্টধারী। সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধির অনুযায়ী ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে তাদের হোটেলগুলোতে অবস্থান করতে হচ্ছে।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, ভারতফেরত যশোর শহরের বিভিন্ন হোটেল ও পিটিআইতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অবস্থান করছেন ২৫০ জন। এছাড়া ভারত থেকে ফেরত ৪০০ জন যাত্রী বেনাপোলের বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। ঝিকরগাছার গাজীর দরগাহে তে রয়েছেন ৬৯ জন।