উপজেলা প্রতিনিধি, ঝিকরগাছাঃ
যশোরের ঝিক্রগাছায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার(১৯ জুলাই) উপজেলার নাভারণ ও গদখালি ইউনিয়নে এইসব বিতরণ করে উপজেলা ছাত্রলীগ।
ছাত্রলীগ জানায়, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব এর সার্বিক দিকনির্দেশনায়, নাভারন ইউনিয়ন ছাত্রলীগ ও গদখালি ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা ইকরামুল করিম সৈকত, হান্নান হোসেন, দেবরাজ কুমার, শিহাব উদ্দিন রাজ, আকিব হোসেন, জাহিদ হাসান, রবিন হোসেন। উপস্থিত ছিলেন গদখালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন শেখ, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সহ সভাপতি মেরাজ হোসেন মিঠু, নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হেদায়েত হোসেন, মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের আহ্ববায়ক ইনজামুল হক ইমন।
এছাড়াও ছাত্রনেতা ইমরান হোসেন, সাইহান রিপুল, ইয়াসিন আরাফাত সজিব, রাহুল হোসেন, রাফিন আহমেদ সহ নাভারণ ও গদখালি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।