যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদান প্রদান করেছেন, এছাড়া এসময় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেন, এছাড়া করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দরিদ্র জনগণের মাঝে টিন ও চেক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৮৬যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এমপি। তিনি তার বক্তব্যে বলেন অর্থের অভাবে আমার এলাকায় কোন উন্নয়ন মূলক কার্যক্রম পিছিয়ে পড়বে না। কোন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও শিক্ষার্থীরা অর্থের অভাবে পড়ালেখা চালিয়ে যেতে সমস্যা সৃষ্টি হচ্ছে তাদের জন্য সরকার সর্বদা তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সরকারের এই কর্মকান্ড ক্রমাগতই বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদি।
গত শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস প্রমুখ।
বিভিন্ন প্রতিষ্ঠানে চেক প্রদান
এর আগে বৃহস্পতিবার ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান এবং তিনি হাসপাতালে চলমান করোনা টিকাদান কর্মসূচি পর্যবেক্ষন করেন ও হাসপাতালের সার্বিক খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশিদুল আলম অক্সিজেন সংকটের কথা জানান। তিনি পাঁচটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করবেন বলে জানান।
হাসপাতাল পরিদর্শন
এছাড়া তিনি বৃহস্পতিবার বিকালে শিমুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ত্রান বিতরন কার্যক্রম এর শুভ উদ্ভোধন করেন।