২০২০ থেকে ২০২১ সাল করোনা পরিস্থিতির কারনে লকডাউন এবং সার্বিক পরিস্থিতির কারনে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের টিকে থাকার লড়াই শুরু হয়েছে। অনেকে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন সার্বিক পরিস্থিতি। করোনা পরিস্থিতিতে কারখানা মালিকগন না পারছেন কারখানা খোলা রাখতে আবার বন্ধ রাখলেও ক্ষতি। কলকারখানার মালিকগনের লোকসান যা হওয়ার ইতিমধ্যে হয়ে গেছে। একজন মালিক আক্ষেপ করে বলেন কারখানা খোলা রেখে কার কত বিলিয়ন লাভ হয়েছে, জানি না। আমার লাভ হয়নি। দেখেন, সব ঠিক আছে, আমরা কনটেইনার পাচ্ছি না। ক্রেতারা গোঁ ধরে বসে আছে–আমাকে কনটেইনার চার্জ বেশি দেবে না। মালগুলো এখন বন্দরে পড়ে রয়েছে। মাল ক্লিয়ার না হলে আমি ডকুমেন্টস জমা দিতে পারছি না। ব্যবসায় যে বিদ্যা, তা এখন আমার মাথায় কাজ করছে না। আমি ব্যাংকারদের বলে দিয়েছি, মারেন-কাটেন আমি এখন টাকা-পয়সা দিতে পারব না। শ্রমিক-কর্মচারীদের বেতন দিচ্ছি।’
এরকম পরিস্থিতি দেশের সকল ব্যবসায়ীদের।