মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনা” নির্দেশে করোনা সংক্রামণ প্রতিরোধে ঘোষিত লকডাউনে অসহায়, দরিদ্র এবং খেটে-খাওয়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা।
আজ শনিবার সকাল ধানমন্ডি কমিশনার কার্যালয়ের সামনে ৩০০জন দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরনের সময় ১৫নং ওয়ার্ড কাউন্সিলর বলেন ‘অসহায় মানুষের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী এই ঈদ সামগ্রী বিতরনের নির্দেশ দিয়েছেন, আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে কাজ করে যাচ্ছি। এই ওয়ার্ডের সর্বসাধারণের জন্য কাউন্সিলর অফিস সবসময় খোলা। আপনাদের যে কোন সমস্যা সমাধানের নিমিত্তে আমরা সর্বদা তৎপর।
এছাড়া তিনি সবাইকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র এবং ঢাকা-১০ আসনের সাংসদ এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ধানমন্ডির গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ