যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও মোঃ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা,যশোর এর সার্বিক তত্ত্বাবধানে এএসআই(নিঃ)/তায়েবুর রহমান সহ এসআই(নিঃ)/ সামনুর মোল্লা সোহান ভারপ্রাপ্ত ইনচার্জ গোড়পাড়া পুলিশ ক্যাম্প, শার্শা থানা, যশোরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ইং ১২/০৭/২০২১ তারিখ ২১.১০ ঘটিকার সময় শার্শা থানাধীন আমতলা গ্রামস্থ মাঠপাড়া মোঃ সোহাগ হোসেন (৩০), পিতা- মোঃ ইউনুচ আলীর চায়ের দোকানে বারান্দায় কাঠের খাটের উপর হতে আসামী ১. মোঃ মহাসিন (৩৫), পিতা- মোঃ সিদ্দিক, সাং-আমতলা (মাঠপাড়া) , ২. মোঃ বুদো (৩৯), পিতা- মৃত মোকছেদ আলী, ৩. মোঃ মন্টু মিয়া (৪০), পিতা- মৃত আনোয়ার মোড়ল, উভয় সাং-কন্দর্পপুর, সর্বথানা-শার্শা, জেলা-যশোরদের নিকট হতে ০২ জোড়া তাস এবং নগদ ৫৪২/- টাকা সহ ধৃত করেন। উক্ত বিষয়ে শার্শা থানায় ০১ টি জুয়া আইনে মামলা রুজু হয়েছে।