যশোরঃ যশোর জেলার ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক তার নিজস্ব উদ্দোগে করোনা মনিটরিং সেল চালু করেছেন। এক্ষেত্রে উপজেলার করোনা সংক্রান্ত যে কোন পরামর্শ এবং দিকনির্দেশনার জন্য একটি হটলাইন নং ও চালু করেছেন। নং টি ২৪ঘন্টা সর্বসাধারণের জন্য চালু থাকছে।
যাদের ঘরে খাবার নেই, কাজ নেই, চিকিৎসা সেবা নিতে পারছেন না, হাসপাতালে যেতে পারছেন না বা করোনা সংক্রান্ত জরুরী পরামর্শের জন্য নিন্মোক্ত নং এ ফোন করার জন্য অনুরোধ করেছেন।
তবে বিষয়টি যথাযথভাবে যাচাই-বাচাই করে আশু পদক্ষেপ নেওয়া হবে বলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে কনফার্ম করা হয়েছে।
হট লাইন নং টি হল 01941959600