দৈনিক আবহাওয়া বার্তা।
তাপপ্রবাহ গুমোট চলছে, চলবে ১৬ ই জুলাই পর্যন্ত।
স্থান: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ।
আকাশ: দুই দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
বৃষ্টি: দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
কলকাতা সহ দক্ষিণ অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, ও বাকি এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে।
একটানা বৃষ্টি : নেই
নোট : ( ) তিশা চলাকালীন সময়ে
বজ্রপাত : মাঝারি/ তীব্র
কালবৈশাখী : নেই
ঘূর্ণিঝড় / নিম্নচাপ : নেই
সার্কুলেশন :
লঘুচাপ :
শৈত্যপ্রবাহ :
কুয়াশা :
তাপমাত্রা : সারাদেশের রাত ও দিনের গড় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ভ্যাপসা গরম : তীব্র / মাঝারি
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : স্থানভেদে ৫ থেকে ১১ ঘন্টা।
বঙ্গপোসাগর : স্বাভাবিক আছে।
সতর্ক সংকেত : নেই।
বৃষ্টিবাহী মেঘের অভিমুখ : দক্ষিণ পূর্ব হতে উত্তর পশ্চিম দিকে।
বায়ুপ্রবাহ : দক্ষিণ পূর্ব হতে উত্তর পশ্চিম দিকে গড়ে ১৫ কিলোমিটার।
সূর্যোদয় : সকাল ৫ টা বেজে ১৯ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ৬ টা বেজে ৫০ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১৩ ঘন্টা ৩১ মিনিট ( ঢাকা)
সূর্যের সর্বোচ্চ অবস্থান : ২.৫৫° দক্ষিণে, কর্কটক্রান্তি।
চন্দ্রগ্রহণ : ১৯ শে নভেম্বর ২০২১
সূর্যগ্রহণ : ৪ ই ডিসেম্বর ২০২১
বৃষ্টি বলয় : তিশা আসছে।
মহা রেইন ইভেন্ট ঢল????? ( আগস্ট)
বর্ষণ বলয় : নেই
পরবর্তীত শক্তিশালী বৃষ্টি বলয় : তিশা ১৭ ই জুলাইয়ের পরপরই ( চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কলকাতা ) বেশি সক্রিয়।
শিলাবৃষ্টি : নেই
বন্যা : তিশার সময় পুনরায়
নোট : ভূমিকম্প!! আবার পূর্ব ভারতীয় অংশে তৈরি হবার আশঙ্কা তৈরি হচ্ছে।
ধন্যবাদ সকলকে।
পোস্ট আপডেট : ১৩ ই জুলাই মঙ্গলবার সকাল ৮ টা বেজে ৪৮ মিনিটে।
Collected NH