আজ থেকে সরকারী নির্দেশনা অনুযায়ী শুরু হচ্ছে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম। সকল উপজেলা ও জেলা পর্যায়ে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। এই পর্যায়ে সাইনোফার্মা(verocell) এর টিকা সবাইকে প্রদান করা হবে। এই প্রথম ৩৫ বছর বয়স হলেই এবার টিকা গ্রহন করা যাবে। সুরক্ষা (surokkha.gov.bd) এ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা গ্রহন করা যাবে।